মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থী

মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় মাহসা ইউনিভার্সিটির ছাত্র সংসদ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী এস এম ফাইয়াজ আলম।
প্রায় ৭ হাজার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে 'হেড অব ইন্টারন্যাশনাল ব্যুরো' পদে জয়লাভ করেন ওই বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগে অধ্যয়নরত এই বাংলাদেশি শিক্ষার্থী।
এস এম ফাইয়াজ আলম ২০২১ সালে বাংলাদেশের চাঁদপুর আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে মালয়েশিয়ায় পাড়ি জমান। তার বাবা মুহাম্মদ খাইরুল আলম একজন সাবেক ব্যাংক কর্মকর্তা।

এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ও আগামীর যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সকল দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতি বছর এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।
চলতি বছর মোট ১২টি ভিন্ন ভিন্ন পদের জন্য ৫০ জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশ নেয়। এর মধ্য থেকে অনলাইন ও স্বশরীরে ভোটগ্রহণের মাধ্যমে সর্বোচ্চ প্রাপ্ত ভোটের ভিত্তিতে ১২টি পদের জন্য ১২ জনকে নির্বাচিত ঘোষণা করে ইলেকটোরাল কমিটি। আগামী এক বছর বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন কাজে শিক্ষার্থীদের সহায়তা করবে এই কমিটি।