প্রবাস স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে: মোঃ শামীম আহসান
মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। ‘প্রবাস স্কিমে অংশগ্রহণ দেশে ফিরে সুন্দর জীবন’ স্লোগানে, মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং-এ, প্রবাস স্কিম ও বৈধপথে রেমিট্যান্স পাঠানো বিষয়ক প্রচারণা সভায় হাইকমিশনার এ আহ্বান জানান।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অগ্রণী রেমিট্যান্স হাউজ ও বাংলাদেশ হাইকমিশন আয়োজিত প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, দীর্ঘমেয়াদে এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগকৃত অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা দেবে।
তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে।
প্রচারণা সভায় সভাপতিত্ব করেন, অগ্রণী রেমিট্যান্স হাউজের সিইও সুলতান আহমেদ। ম্যানেজার মন্জুর মোরশেদ ও ম্যানেজার ফাইনেন্স মো. মোস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রচারণা সভায় উপস্থিত রেমিট্যান্সযোদ্ধারা সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের জন্য পৃথক স্কিম চালু করায় সরকারকে ধন্যবাদ জানান। তারা বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতিকে সহজতর করারও অনুরোধ করেন।
সভায় বিভিন্ন পেশার প্রবাসীরা বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রবাস স্কিম ও সর্বজনীন পেনশন স্কিম ও বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রচারণা সভার বিশেষ অতিথি ছিলেন, হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম।