মালয়েশিয়ায় পেনাং মহানগর বিএনপির উদ্যোগে কোকোর মৃত্যুবার্ষিকী পালন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মালয়েশিয়ার পেনাং রাজ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিএনপি পেনাং মহানগরের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়।
মোঃ হাফিজ আজুয়ান সোহরাবের সঞ্চালনায় ও পেনাং মহানগর বিএনপির সভাপতি মোঃ আফতাব হোসেন অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ গোলাপ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন দেওয়ানজী, জহির খন্দকার, তরিকুল খান, রুহুল কুদ্দুস, মোঃ স্বপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মহসিন মিয়াজ, ওমর ফারুক, আমজাদ হোসেন সাগর, রাকিবুল হাসান, মোঃআরিফ,সাব্বির আহমেদ, রাজু আহমেদ, ইমরুল, সাহিন মোল্লা,মাসুদ,ইমামুল ও তৌফিক।
অনুষ্ঠানে শেষে মাদ্রাসার হাফেজদের দ্বারা কোরআন তেলাওয়াত করা হয় এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেনের রোগমুক্তি কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: আল আমিন।