ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুয়ালালামপুরে র্যালি ও মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে কুয়ালালামপুরের প্রধান প্রধান সড়কে র্যালি করেছে প্রবাসীরা বাংলাদেশীরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে (স্থানীয় তারিখ ১২ রবিউল আউয়াল) পেট্রোনাস টু ইন টাওয়ারের নিচ থেকে শুরু হয় র্যালি।
এ সময় শহরের প্রধান সড়ক ধরে বুকিত নানাস, মসজিদ ইন্ডিয়া, মসজিদ জামেক, কোতারায়া ও দাতারান মারদেকার পাশে দিয়ে র্যালিটি পৌঁছায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ 'মসজিদ নেগেরায়'। মসজিদ নেগারা প্রঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। পরে তাবারুক বিতরণ করা হয়।
দাওয়াতে ইসলাম পাকিস্তানের সাথে যৌথভাবে গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখা এই র্যালির আয়োজন করে। র্যালি চলাকালীন পুরো পথজুড়ে মালয়েশিয়ার পুলিশ, ট্রাফিকসহ প্রশাসনের বিভিন্ন বিভাগ সার্বিক সহযোগিতা করে।
র্যালি শেষে গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক নঈম উদ্দিন মালয়েশিয়ান কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, ইব্রাহিম টিপু, গোলাম মোস্তফা, আতিক হাসান,
জাফর, মোরশেদ, মানিক আরাফাত, হোসেন, মোহাম্মদ হাবিবুল্লাহ, হাসিবুল, ইমরান, আকবর, মিজান, উপদেষ্টা জাকির, হাফেজ হাবিবুল্লাহসহ আরো অনেকেই।
সন্ধ্যায় কুয়ালালামপুর কেপং আমানপুরিতে সুরাও (এবাদতখানা) গাউসুল আজমে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিলাদুন্নবীর ওপর আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার এমফিল গবেষক আব্দুর রউফ আজহারী।