মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত ৭

মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে ট্রাক ও প্রাইভেটকার (ব্রান্ড পারুডুয়া আলজা) ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন যাত্রী আহত হয়েছেন এবং মারাত্মক ভাবে আহত হয়েছেন ৩ জন। দুর্ঘটনায় পেরুডুয়া আলজা ব্যক্তিগত গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে ২ শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এই খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল পাঁচটায় জালান কেরামাত পুলাই এলাকায় ক্যামেরুন হাইল্যান্ড সড়কে এই ঘটনা ঘটে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বোম্বা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পেরাক এলাকার ফায়ার এন্ড রেসকিউ (বোম্বা) বিভাগের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন সাড়ে পাঁচ টায় ফোন পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহতদের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে মৃত অবস্থায় বের করে আনেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করেন।