মালয়েশিয়ায় ভার্চুয়াল মেলার উদ্বোধন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার

মালয়েশিয়ায় বিভিন্ন পেশায় জড়িত বাংলাদেশের দক্ষ ও মেধাবী কর্মীদের সংগঠন ‘বিডি এক্সপার্ট মালয়েশিয়া’। সংগঠনটি মালয়েশিয়ায় বাংলাদেশের সংস্কৃতি, ভাষা, পণ্য ও উন্নয়নকে তুলে ধরার পাশাপাশি আন্তঃযোগাযোগ রক্ষা করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অন্যের পাশে থাকে।
শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় সংগঠনের আয়োজনে ভার্চুয়াল মেলা শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। মেলায় মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ২৫টির অধিক প্রতিষ্ঠান অংশ নেয়। মেলার উদ্বোধন করেন দেশটিতে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার।
তিনি বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হবে। এ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য।
চীনের প্রবাসীদের নিজ দেশে বিনিয়োগে উন্নতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার অবারিত সুযোগ এখন বিরাজ করছে। চীনের প্রবাসীদের দৃষ্টান্ত অনুসরণ করে প্রবাসী বাংলাদেশিরা দেশে বিনিয়োগ করতে পারেন। ‘বিডি এক্সপার্ট মালয়েশিয়া’ সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

রাষ্ট্রদূত বলেন, প্রবাসে নিজ দেশের সংস্কৃতি চর্চার সুযোগ খুবই সীমাবদ্ধ। ‘বিডি এক্সপার্ট মালয়েশিয়া’র মতো সংগঠন এ ধরনের সীমাবদ্ধতাকে কিছুটা হালকা করে।
তিনি বলেন, বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেলে প্রবাসে বসবাস সুখকর হয়। বাংলাদেশিদের দক্ষতা, সততা, নিষ্ঠা এবং সহযোগিতামূলক আচরণ বিশেষভাবে প্রশংসিত। তবে মাঝেমধ্যে কতিপয় আচরণ আমাদের লজ্জায় ফেলে দেয়। এসব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যায় যার অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মো. আলমগীর জলিল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়ার চিফ অপারেটিং অফিসার আরশাদুল হাসান, ড. তারিক এবং অসীম বক্তব্য দেন। বক্তারা সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক রেমিটেন্স হাউজ হিসাব খোলা, প্রবাসে সঞ্চয় করা ও দেশে ফেরার সময় সঞ্চয় নিয়ে যাওয়া, বৈধ পথে অর্থ প্রেরণ, প্রবাসী বন্ড ক্রয় করা ও আর্থিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করে। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য সম্পর্কে ভিডিও প্রদর্শন করে। এ সময় ১২ হাজারের বেশি দর্শক মেলাটি ভার্চুয়ালি ভ্রমণ করেন।