প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ওয়ান স্টপ সার্ভিস

শেখ রাসেল দিবসকে মহিমান্বিত করতে প্রবাসী কর্মীদের জন্য ‘বিশেষ ওয়ান স্টপ সার্ভিস’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেবা চালু করবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। এখন থেকে ২১টি দেশে গমনকারী কর্মীরা বিএমইটির স্মার্ট কার্ডসহ সরাসরি সার্ভিস পাবেন।
সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মিরপুরে শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত ‘শেখ রাসেল’ মঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, শেখ রাসেল মিশে আছে আমাদের স্মৃতিতে, আমাদের স্বাধীনতায়; আমাদের সমৃদ্ধিতে। শেখ রাসেল বেঁচে থাকবে নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে। শেখ রাসেলের মতো আর কাউকে যেন এভাবে অকালে প্রাণ হারাতে না হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম।
ইমরান আহমদ জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মীরা বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে অভিবাসী হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এ প্রক্রিয়ায় প্রশিক্ষণার্থীরা যাতে শেখ রাসেলের পুর্নস্মৃতি বিদেশে বয়ে নিয়ে যেতে পারে। এজন্য তাদের দেশেপ্রেমে উদ্বুদ্ধ করতে দেশের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে (আইএমটি) যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালন করা হচ্ছে। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম তথা প্রশিক্ষণার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানতে পারবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জয়নাল আবেদীন মোল্লা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক।