‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক কায়সার হামিদ হান্নান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কর্তৃক আয়োজিত ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’ ও ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নানকে ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে শত শত সাংবাদিকের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শের-এ-বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. এম এ সাত্তার এবং ব্রিটিশ গ্রাজুয়েশন কলেজ রোক্ল পোল্যান্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. হুসাইন আলম।
সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা ও শিক্ষা খাতে অবদান এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ এ বছর বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রবাসী সাংবাদিক হিসেবে কায়সার হামিদ হান্নান বাংলাদেশ কমিউনিটিতে সুপরিচিত এবং তিনি এনটিভি ও বার্তা২৪.কম এর স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছেন মালয়েশিয়ায়।
কায়সার হামিদ হান্নান মালয়েশিয়ায় অবস্থান করায় তিনি সরাসরি পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার পক্ষে এক শুভাকাঙ্ক্ষী এ সম্মাননা গ্রহণ করেন। পুরস্কার পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে হান্নান বলেন, “এমন স্বীকৃতি আমার কাজের প্রতি আরও অনুপ্রেরণা যোগাবে এবং সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।”
উল্লেখ্য, কায়সার হামিদ হান্নান দীর্ঘদিন ধরে প্রবাসে সাংবাদিকতা করে আসছেন। তিনি বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমে স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন এবং কিছু সময়ের জন্য ‘আমার দেশ’ ও ‘যায়যায়দিন’ পত্রিকাতেও যুক্ত ছিলেন। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি তিনি ‘দিশারী’ মাসিক ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এবং কেএইচ প্রোডাকশন হাউসের কর্ণধার।
তার কর্মগুণে ২০২২ সালে তিনি মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ‘রেড লাইভ-জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড’, মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’, এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের হাত থেকে ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ও অর্জন করেন।