মালয়েশিয়ায় এনটিভি দর্শক ফোরামের ইফতার মাহফিল ১৬ মার্চ

আগামী ১৬শে মার্চ, মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার ইফতার ও দোয়া মাহফিল-২০২৫।
রবিবার বিকাল ৪ টা থেকে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইয়াকুব লতিফ বান্দার টুন্ রাজ্জাক এ অবস্থিত ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টার হলে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে এই ইফতার ও দোয়া মাহফিলের। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ ড. মিজানুর রহমান আজহারি।
একই সঙ্গে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার নাগাইস দরবার শরীফের পীর হজরত মাওলানা মোশতাক ফয়েজী,কুয়ালালামপুরে টিটিওয়াংশা বাংলাদেশী সুরাও বাইতুল মোকারামের ইমাম হাফেজ মাওলানা ইকরামুল হক।
এনটিভি'র মালয়েশিয়ার স্টাফ করেস্পন্ডেন্ট ও অনুষ্ঠানের আয়োজক কায়সার হামিদ হান্নান জানান, প্রবাসে আত্মীয়-স্বজনহীন বাংলাদেশির দেশিয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় কৃষ্টি-কালচারে সম্পৃক্ত রাখতে সর্বদা কাজ করে থাকে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে ইফতার ও দোয়া মাহফিলের।
তিনি আরও জানান, অনুষ্ঠানে রোজার ফজিলতসহ ধর্মীয় নানান বিষয়ে আলোচনা করবেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ ড. মিজানুর রহমান আজহারি এবং কুমিল্লার নাগাইস দরবার শরীফের পীর হজরত মাওলানা মোশতাক ফয়েজী।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে মালয়েশিয়া প্রবাসীদের আহ্বান জানান তিনি।