স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিডি এক্সপাট মালয়েশিয়ার ওমেন'স কোর, মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) এবং ইউনেস্কোর আওতাভুক্ত ওডব্লিউএসডি এর যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় মালয়েশিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়।
স্থানীয় সময় রবিবার (১১ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে স্থানীয় ও প্রবাসের ৫০ জন নারীর সমন্বয়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।
মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. লুবনা আলমের সভাপতিত্বে পারিসা ইসলাম খানের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলোর (রাজনৈতিক) কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “নারীরা পিছিয়ে নেই, রয়েছেন সারা বিশ্বের উন্নয়নে ও অগ্রযাত্রায়” আজকের এই নারী দিবসে প্রবাসে এতগুলি নারীকে একত্রিত দেখে সত্যি ভালো লাগছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ততক্ষন সফল হবে না যতক্ষণ পুরুষের পাশাপাশি নারীরা যুক্ত হবে।
আর এই ধরণের উদ্যেগকে বাংলাদেশ দূতাবাস সময় পাশে থাকবে।ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি ।
উক্ত আয়োজনে সমাজে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশী এক্সপাট নারী সহ মালয়েশিয়ার উল্লেখযোগ্য নারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পাশাপাশি এই অনুষ্ঠানে নারীদের সাইবার নিরাপত্তা নিয়ে একটি কর্মশালা আয়োজনের মাধ্যমে ডিজিটাল অঙ্গনে নারীদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রবাসে অবস্থানরত কর্মব্যস্ত নারীরা কিছু সময়ের জন্য কাজকে ছুটি দিয়ে নিজেদের এই দিনটি উদযাপনে মেতে উঠেছিলেন। অনুষ্ঠানে দিবসের প্রতিপাদ্যকে তুলে ধরার জন্যে অংশগ্রহণকারী সবাই আন্তর্জাতিক নারী দিবসের মনোনীত রং বেগুনি, সাদা এবং সবুজ সাজে সজ্জিত হয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশী টেলিভশন এবং বেতারের তালিকাভুক্ত গুণী প্রবাসী বাংলাদেশী নারীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটে।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় চ্যানেল এনটিভি।