নৌকার প্রতীককে বিজয়ী করার আহ্বান মালয়েশিয়াস্থ দাউদকান্দি মেঘনা ইয়ুথ কমিটির

আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলী সুমনকে পুনরায় নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে মালয়েশিয়াস্থ দাউদকান্দি মেঘনা ইয়ুথ কমিটি।
রবিবার কুয়ালালামপুরের চৌকিতে স্থানীয় একটি রেস্টুরেন্ট এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়াস্থ দাউদকান্দি মেঘনা ইয়ুথ কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে সংগঠনের যুগ্নসাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মোঃ আক্তার হোসেন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন মোঃ মফিজুল ইসলাম আরজু ,মোহাম্মদ ইউনুস, মোঃ সাইদুর রহমান সরকার, বিএম রাসেল, মোহাম্মদ রবিউল আমিন, মোঃ গোলাম মোস্তফা, শাহিন খান, মোহাম্মদ এশাদুর রহমান, মোহাম্মদ জসিম, মোঃ আবন আলী, আর ডি রিয়াদ, ফারুক সিকদার শান্ত, তানভীর আহমেদ, মোঃ আতিকুর রহমান আতিক প্রমুখ।
এই সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ দাউদকান্দি উপজেলার জনগণ।
সভায় বক্তারা আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলী সুমনকে পুনরায় নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে দাউদকান্দির সর্বস্তরে পরিবার-পরিজন, বন্ধু বান্ধবদের ভোট দেয়ার আহ্বান জানান।