মালয়েশিয়ার জোহর প্রদেশ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোহর প্রদেশ শাখার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার জোহর প্রদেশের তামান্ডায়া দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তামান্ডায়া আঞ্চলিক শাখা বিএনপির সভাপতি মোঃ রুবেলের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনজুর মোর্শেদ জহির ও জোহর প্রদেশ বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রহমতউল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোহর প্রদেশ বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোহর প্রদেশ বিএনপির সহসভাপতি মোঃ বাবলু, সাধারণ সম্পাদক এমএ মান্নান, সহসাধারণ সম্পাদক মিজান চৌধুরী,সহপ্রচার সম্পাদক রহিত খান,তামান্ডায়া বিএনপির সিনিয়র সহসভাপতি নান্নু কামাল,সহসাধারণ সম্পাদক শফিকুল হাসান,তুহিন শেখ,সহসাংগঠনিক সম্পাদক রেজবী আহমেদ রাব্বি,প্রচার সম্পাদক সালাউদ্দিন,সহদপ্তর সম্পাদক মাসুদ রানা, সদস্য আজিজ ,রফিকুল, সিদ্দিক,সাকিব তালুকদার,জিলানী,গাজী,নাঈম প্রমুখ।
অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জোহর প্রদেশ বাংলাদেশি মসজিদের ইমাম কারী মোঃ নুরুন্নবী।
সবশেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।