মালয়েশিয়ায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন

প্রবাসে সম্প্রীতির অবস্থান দৃঢ় করতে এবং ভ্রাতৃত্ববোধ বাড়াতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল প্রীতি ফুটবল ম্যাচ। আইআইইউএম ফুটবল স্টেডিয়ামে আয়োজিত খেলায় "কক্সবাজার স্টুডেন্ট ফোরাম" ও "কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন" অংশগ্রহণ করে। খেলায় ২-১ গোলে জয় পায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন।
মালয়েশিয়ায় কিছুটা শিথিল হয়েছে লকডাউন। বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে বাকিদের মতো স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরাও। স্বাভাবিক জীবনে ফিরেই ফুটবল প্রেমীরা নেমে গেছেন মাঠে।
মালয়েশিয়ার আই আই ইউ এম ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি "কক্সবাজার স্টুডেন্ট ফোরাম" ও "কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন"। তবে নব্বই মিনিটের লড়াইটা ছাপিয়ে মূল উদ্দেশ্য বন্ধুত্বের বন্ধন আরও শক্ত করা। প্রবাস জীবনে নিজেদের আরও ঐক্যবদ্ধ করা।
খেলায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়নের পক্ষে প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় ১টি গোল করেন মাহফুজ এবং ১৮ মিনিটের মাথায় আরও একটি গোল করেন লাবিব। প্রথমার্ধে ২৯ মিনিটের মাথায় কক্সবাজার স্টুডেন্ট ফোরামের পক্ষে ১টি গোল শোধ করেন সিফাত। এরপর ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। ম্যান অফ দ্যা ম্যাচ কক্সবাজার ব্রাদার্স ইউনিয়নের গোল রক্ষক প্রদীপ।
প্রতি বছরের মতো এবারো এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মালয়েশিয়া প্রবাসী সংগঠক ইমন সাইদ।এ ধরণের বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রবাসীরাও।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।এ ধরণের বিনোদনমূলক কার্যক্রম প্রবাসী খেলোয়াড়দের মধ্যে সেতুবন্ধনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল রাখবে বলেও মত আয়োজকদের।