মালয়েশিয়ায় শহীদ জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রাষ্ট্রীয় খেতাব বাতিলের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে, প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ দুলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এসএম বশির আলম ,বিএনপির আইটি বিষয়ক সম্পাদক এম ফরহাদ হোসেন ,স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কাজী সোহেল মাহমুদ , যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাওসার ভূঁইয়া ,সাংগঠনিক হেলাল শিকদার , এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নিউজ চ্যানেল আল- জাজিরা টিভিতে প্রকাশিত সরকারের মাফিয়া সম্পর্ক এই বিষয় থেকে দেশের জনগণের দৃষ্টি ভিন্নদিকে নিয়ে যেতে এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে।
আমরা মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল সরকারের এমন নোংরা হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং সুস্পষ্ট ভাষায় সরকারকে বলছি এমন নোংরা রাজনীতির খেসারত আপনাদের কে দিতে হবে ইনশাআল্লাহ। সরকারের এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করে।