ভাষা আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি: সেলিম

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় প্রস্তাবিত আওয়ামীলীগের উদ্যেগে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার (২১ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের হোটেল গ্র্যান্ড ইন্টারকন্টিনেন্টাল এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুরুতে কোরান তিলাওয়াত ও জাতীয় সংগীত বাজানো হয়। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মালয়েশিয়া আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ আর মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএম রাসেল ,ব্রাউন সোহেল ,শেখ জহির ,আবির ,সবুজ ,বাবু ,সাচ্চু ,আরজু ,রবিউল আমিন ,খালেদ ভূঁইয়া প্রমুখ।
আলোচনা পর্বে জালাল উদ্দিন সেলিম বলেন, ভাষা আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি এবং পাকিস্তানের সরকার শেষ পর্যন্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল।
তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন জাতীয় চেতনার উদ্ভব হয়েছিল এবং পরে এ চেতনা ধারণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের নাগরিকদের মধ্যে মাতৃভাষা চর্চার গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠান শেষে মালয়েশিয়া আওয়ামী নেতৃবৃন্দ স্থায়ী নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।