কুয়ালালামপুরে দ্বিতীয় ইসলামিক কনফারেন্স-২০২২ অনুষ্ঠিত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দ্বিতীয় ইসলামিক কনফারেন্স-২০২২ অনুষ্ঠিত হয়েছে।'বাংলাদেশী মুসলিম কমিউনিটি' আয়োজিত সোমবার(১০ অক্টোবর) টাইমস স্কয়ারের বলরুমে অনুষ্ঠিত এ কনফারেন্সে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারী।
এসময় 'প্রবাস জীবনকে যেভাবে সার্থক করবেন' শিরোনামে আলোচনা করেন, শায়খ আহমুদুল্লাহ ও 'জীবনে বারাকাহ লাভের উপায়' নিয়ে আলোচনা করেন, ড. মিজানুর রহমান আজহারী।
ইসলামিক এ সম্মেলনে কুয়ালালামপুর ও এর আশপাশের অঞ্চল থেকে আসা প্রবাসী বাংলাদেশীরা যোগ দেন। আলোচনার শেষাংশে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শায়খ আহমাদুল্লাহ।