মালয়েশিয়ায় তরুণ ব্যবসায়ীদের উদ্যেগে ইফতার মাহফিল

প্রবাসীদের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে মালয়েশিয়ায় তরুণ ব্যবসায়ীদের উদ্যেগে অনুষ্ঠিত হলো ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিল।
রোববার (১২ এপ্রিল) কুয়ালালামপুরের পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি। এই সময় তিনি ইসলামিক এ আলোচনায় তরুণদের জীবন গঠনে সূরা ইউসুফ নিয়ে আলোচনা করেন।

মালয়েশিয়ায় তরুণ ব্যবসায়ীদের উদ্যেগে ইফতার মাহফিলে ইসলামিক বয়ান করছেন প্রধান আলোচক ছিলেন ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি। ছবিঃ এনটিভি
মালয়েশিয়ার তরুণ ব্যবসায়ী ও চাঁদপুরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সুমন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ বিন আবু কাসেম।
তরুণদের এই ধরণের ইসলামিক উদ্যেগকে স্বাগত জানান মালয়েশিয়া প্রবাসীরা। অনুষ্ঠান সুন্দর ও সফল করার জন্য আগত অতিথি ও প্রবাসীদের ধন্যবাদ জানান ইঞ্জিনিয়ার জানান।
পরে বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।