মালয়েশিয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত

এসো এক হয়,অধিকারের কথা কইএই শ্লোগানকে ধারন করে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার তৃতীয় কাউন্সিল
রবিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী কুয়ালালামপুরে হোটেল জি টাওয়ারে স্থানীয় সময় সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত সংগঠনের সদস্যদের নিয়ে চলে এ ভোট গ্রহন।
ভোট গ্রহন শেষে ৪১ ভোট পেয়ে সভাপ্রতি নির্বাচিত হন শাহাজান মিথুন, ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এইচ এম হাসান, এবং ৩০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোস্তফা জামিল। এসময় ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে বরন করে নেয়া হয়।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরু, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপ্রতি মোঃ কবির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন সহ বিভিন্ন শাখা কমিটির নেতা কর্মীরা।