মালয়েশিয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও নব নির্বাচিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে এই উপলক্ষে কেককাটা ,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ মিথুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মালেয়শিয়া চেম্বার অব কমার্স এর সভাপতি মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোনাশ ইউনিভার্সিটির প্রফেসর ড. আব্দুল আজিজ, এস এম সাফায়েত হোসেন ,জাহাঙ্গীর আলম হাওলাদার।
এসময় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক ভিপি ডাকসু,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ও সভাপতি গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নূরুল হক নূর, ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন।
এসময় বক্তারা বাংলাদেশের উন্নয়নে ভুমিকা রাখা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশিদের নায্য অধিকার সু-নিশ্চিত করার জন্য সরকার ও রাষ্ট্রের কাছে ১০ দফা দাবি জানায়। দাবি গুলি হলো - ১। প্রবাসে মারা গেলে সরকারি খরছে মরা দেহ দেশে প্রেরন ২। জাতীয় পরিচয় পত্র প্রদান ও ভোটাধিকার ৩। বিমান বন্দরে হয়রানি বন্ধ ৪। প্রবাসীদের দ্বৈত নাগরিক ও পেনশন সুবিধা ৫। দালাল মুক্ত দূতাবাস ও পাসপোর্ট সেবার মান বৃদ্ধি ৬। প্রবাসী সুরক্ষা আইন ৭। জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্ধা ৮। কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরনে সরকারের সহয়তা ৯। বিদেশে প্রবাসীদের জন্য পর্যপ্ত দুতবাস ও শ্রম কল্যাণ উইং চাই ১০। অভিবাসন ব্যয় ১ লক্ষ টাকা ও প্রবাস ফেরতদের কর্মসস্থানের জন্য ঋন সুবিধা প্রদান।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।