মালয়েশিয়া সুংগাইবুলু বিএনপির উদ্যেগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুংগাই বুলু বিএনপি'র।
শুক্রবার সন্ধ্যায় (১৫ অগাস্ট) কুয়ালালামপুরের অদূরে সুঙ্গাইবুলু স্থানীয় একটি হোটেলে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সুঙ্গাইবুলু বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মোঃ ইয়াসিন মীর ও মোঃ শরীফ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি তালহা মাহমুদ।
প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এসএম বশির আলম প্রমুখ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোঃ রাকিব খান,মোঃ জুয়েল শেখ ,মোঃ দেলোয়ার ভূঁইয়া, মোঃ সাঈদ কাওছার,মোঃ মিজান,মোঃ জামাল উদ্দিন, মোঃ খাইরুল হাসান, মোঃ নাসির হোসাইন,মাহবুব মোল্লা,কাসেমসহ অনেকে।
সবশেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।