'বঙ্গবন্ধু' সেজে পুরস্কার জিতলেন সাংবাদিক পুত্র মোস্তফা আয়মান

মহান বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বসে বিজয় মেলা। সেই মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে'র মতো সেজে ঘুরে বেড়াচ্ছেন পাঁচ বছরের ছোট্ট এক শিশু। চোঁখে কালো ফ্রেমের চশমা, গায়ে সাদা পাঞ্জাবির সঙ্গে কালো কোট, ব্যাক ব্রাশ করা চুলে'র ছোট্ট এ শিশুটি'কে দেখে যে কেউই থমকে দাঁড়াবে। শুধু পোশাকে নয় বঙ্গবন্ধু'র মতো করে পেছনে হাত বেঁধে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। ছোট্ট এই ছেলেটির নাম মোস্তফা আয়মান ।
ডাক নাম রিশান। বাবা পেশায় একজন সাংবাদিক মোস্তফা ইমরান রাজু ও মৌসুমি আক্তারের একমাত্র সন্তান সে। খুলনা জেলার কয়রা থানার ১ নং কয়রা গ্রামের অধিবাসি তারা। মুলত মায়ের আগ্রহেই তার এ সাঁজ। যেমন খুশি তেমন সাঁজো
প্রতিযোগীতায় অংশ নিতে মা' মৌসুমি আক্তার চেষ্টা করেছে ছেলেকে বঙ্গবন্ধুর মতো করে সাজাতে। আর সেটি করতে গিয়ে অনেক পরিশ্রমও করতে হয়েছে তাকে। এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, নিখুঁতভাবে বঙ্গবন্ধু সাঁজাতে দেশ থেকে পোশাক আনিয়েছি। বঙ্গবন্ধুর মুখের তিলটাও বাদ দেয়নি। বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তার মতো ছেলেকে সাঁজাতে পেরে ভালো লাগছে বলেও মন্তব্য করেন, তিনি।
প্রতিযোগীতায় বিচারকদের রায়ে প্রথম স্থান অধিকার করেছে মোস্তফা আয়মান রিশান। উপস্থিত থেকে তার হাতে পুরস্কার তুলে দেন হাইকমিশনের কাউন্সিলর কনস্যুলার জিএম রাসেল রানা। শুধু বিচারকদের রায়ে নয় আগত দর্শকদেরও মন কাড়ে সে। বিশেষ করে মঞ্চে উঠে বঙ্গবন্ধুর ভাষনের অংশ বিশেষ বলায় সকলের প্রশংসা কুড়ায় মোস্তফা আয়মান।
বাবা মোস্তফা ইমরান রাজু বলছিলেন, মাত্র পাঁচ বছরে জীবনের প্রথম প্রতিযোগীতায় ছেলে প্রথম হয়েছে ভাবতেই ভালো লাগছে। মনে রাখার মতো একটি স্মৃতি এটি।