মালয়েশিয়ায় উই চ্যাপ্টারের সাম্প্রতিক প্রাপ্তি ও সফলতা নিয়ে সভা অনুষ্ঠিত

উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) মালয়েশিয়ায় উই গ্লোবাল চ্যাপ্টারের সাম্প্রতিক প্রাপ্তি ও সফলতা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা জুন) রাজধানী কুয়ালালামপুরের ভিলা ওয়াংশা ম্যাশ কন্ডোমিনিয়াম অর্ধ শতাধিক প্রবাসী নারী উদ্যোক্তাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় মালয়েশিয়া সফল নারী নারী উদ্যোক্তাদের নিয়ে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর মালয়েশিয়ার প্রধান রাকিবা রিয়াজ টিনা।
উই মালয়েশিয়ার নারী উদ্যোক্তা তানি হাসান ও আদিয়া তনুর অনুষ্ঠান পরিচালনায় রাকিবা রিয়াজ টিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুব আলম শাহ।
সভায় মালয়েশিয়ার নারী উদ্যোক্তারা বলেন, উই মূলত নারীদের কল্যাণে কাজ করে থাকে। তাই উইয়ের হাত ধরে প্রত্যেক নারী যেন এগিয়ে যেতে পারে, সব সময়ই এই কামনা করেন তাঁরা। উই মালয়েশিয়া নারীদের নিয়ে যেভাবে কাজ করছে, সত্যিই প্রশংসনীয়। প্রবাসেও নারীরা বসে নেই। সংসার সামলিয়ে ব্যস্ত জীবনে তাঁরা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উর্মি খান ,মুনিরা রহমান সালমা ইসলাম ,ফাওজিয়া সুলতানা,নুরুন নাহার সুরভী ,অরবিনা ইমরান,রিজওয়ানা রহমান সোনিয়া,ফাহিমা আক্তার ,আয়েশা আহমেদ,ফাতেহা নাজনীন,রাশিদা আক্তার,আফসারী জাহান প্রমুখ।
উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) মালয়েশিয়ায় উই গ্লোবাল চ্যাপ্টারেরকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সম্মানননা করায় ধন্যবাদ জানান তারা। সেই সাথে দেশের ন্যায় প্রবাসে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করায় বাংলাদেশের নারী উদ্যোক্তাদের আইকন ‘উইম্যান অ্যান্ড ই-কমার্স ফোরাম’-এর স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।