মালয়েশিয়ায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়াস্থ হাংতুয়া বাংলাদেশি ব্যবসায়িরা।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় হাংতুয়া রেস্টুরেন্ট আপনে দেলাওয়ার হোসাইন সাঈদীর কৰ্মজীন নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিত্বে ও ইব্রাহিম খলিলুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রবিউল ইসলাম ।
আলোচনায় বক্তারা বলেন, আল্লামা সাঈদী দীর্ঘ ৫০ বছর শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতে কাজ করেছেন। তিনি সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে টানা ৩৩ বছর কুরআনের তাফসির করে গেছেন। দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন সিপাহশালার। সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে প্রথমে তাঁকে টানা ১৩ বছর কুরআনের ময়দান থেকে দুরে রাখা হয়।
শেষ পর্যন্ত কারাগারে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। আল্লামা সাঈদীকে সীমাহীন কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তাঁর মৃত্যুর এক বছরের মাথায় জালিম সরকারের শুধু পতন হয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে লাঞ্চনা বঞ্চনা রয়েছে। স্বৈরাচারী ইসলামবিদ্বেষী পলাতক সরকার এর উজ্জল দৃষ্টান্ত।
এসময় ব্যবসায়ী আব্দুস সালাম,মোঃ নুর আলম মেহেদী বীরদূত,মজিবুর রহমান, মোঃ মিজানুর রহমান ও মোঃ হুমায়ন কবির তুহিনসহ প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মাহফিলে কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (র.) এর শাহাদাত কবুলিয়াত ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে চলমান আন্দোলনে নিহত ছাত্রজনতার রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।