মালয়েশিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মালয়েশিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী ও নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি লায়ন মাহবুব আলম শাহ, সহ-সভাপতি তালহা মাহমুদ, শাহাদাত হোসেন, আব্দুল জলিল লিটন, ড. এম রহমান তনু, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম ও শ্রমিক দলের রাজু ইমান আলী হানিফ।
শুভেচ্ছা বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সদস্য ও যুবনেতা জসিমউদদীন, সুলতান বিন সিরাজ, সহ-সভাপতি আব্দুল হাই হেলাল, আমিনুল ইসলাম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদলের ফারুক হোসেন, মহানগর যুবদলের শামীম রেজা, আমপাং যুবদলের মো. তুহিন, সিমুনিয়া যুবদলের শেখ মো. সেলিম, মহানগরের সাজ্জাদুর রহমান, ইমন সাঈদ, মেহেদী হাসান, রাসেল রানা, আফজাল হোসেন, ইসমাইল হোসেন, শাহীন আলম, জোহর প্রদেশের রহমত উল্লাহ, কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার ও যুবনেতা নূর এ সিদ্দিকী সুমন।
পেনাং শাখার গোলাম মোস্তফা, মোহাম্মদ হফেজ, সোহাগ মজুমদার, মেডান থেকে কবির হোসেন, যুবনেতা মাঝি মিরাজ, মালাক্কা থেকে নেওয়াজ নিপু, মালুরি থেকে মারুফ, চৌকিট থেকে সোহেল, সেরেম্বান থেকে মিজানুর রহমান, কামাল হোসেন, মাসজিদ ইন্ডিয়া থেকে জহিরুল ইসলাম জনি, কুয়ালালামপুর মহানগর থেকে মোশাররফ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের মোশাররফ হোসেন, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক প্রধান, গোলাম কবির ও মাহফুজুর রহমান। জাসাসের ইমতিয়াজ আবির, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের আমজাদ হোসেন মৃধা, নবীন দল থেকে হাসেম মোল্লা, যুবনেতা নাজমুল কবির, সবুজ, শাহিন আলম ও বিলকিস আক্তার বিথী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সোহরাব হোসেন, এস এম নিপু, আমিনুল ইসলাম রতন, এম এ কালাম, ড. ফয়জুল হক, হাবিবুর রহমান শিশির, ফরহাদ হোসেন, পেনাং বিএনপির খায়রুল ইসলাম, বিল্লাল হোসেন, মিনাদুল কবির, শাহআলম শাখার মো. এস কে আলম কাজী, মো. আশরাফুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. বাবুল মিয়াঁ, মো. সজল খান। মালয়েশিয়া যুবদলের তালেব মোল্লা, সিমুনিয়া থেকে খালিদ হাসান রিপন, রফিকুল ইসলাম, মাসুদুল আলম কাজল, আব্দুর রহমান দুলাল ও আতিক। জোহর প্রদেশের কে এম সবুজ ও জালাল উদ্দীন হাসান শাহিন।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সদ্য প্রয়াত মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লিটন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনা, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা জাফরুল্লাহ।