মালয়েশিয়ায় সংবর্ধিত নরসিংদী'র মঞ্জুর এলাহী
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/04/elahi.jpeg?itok=zv1X1eWD×tamp=1735962799)
মালয়েশিয়ায় প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনায় সংবর্ধিত হলেন, নরসিংদী জেলা সদরের দুই বারের উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী।
শুক্রবার ( ৩রা জানুয়ারি ) রাজধানী কুয়ালালামপুরের ভিআইপি রেস্টুরেন্টে ' আমরা নরসিংদিবাসি' কর্তৃক আয়োজিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো.ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে মঞ্জুর এলাহি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। দেশের সবচে' জনপ্রিয় রাষ্ট্রপতি তিনি। তার সুযোগ্য সন্তান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার মতো হয়ে যাবে। এসময় প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনিতিতে অসামান্য অবদান রেখে চলেছে উল্লেখ করে মঞ্জুর এলাহি বলেন, কখনও সংসদে যাওয়ার সুযোগ সৃষ্টি হল প্রথম বক্তব্যটা প্রবাসীদের জন্যই রাখবো। গেলো ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে ভারত-রাশিয়ায় না গিয়ে প্রবাসীদের স্বার্থে সৌদি আরব-মালয়েশিয়া-সিঙ্গাপুর সফর করলে প্রবাসীদের এই সমস্যাগুলো থাকতো না বলেও মন্তব্য করেন, তিনি। এসময় বর্তমানের অন্তর্বর্তিকালিন সরকারকে প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ করে সময়মতো পাসপোর্ট হাতে পেতে কাজ করারও আহ্বান জানান নরসিংদি বিএনপি'র এ নেতা।
মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. রাসেল রানা ও হেদায়েত উল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দাতু আবুল কালাম আজাদ, ব্যবসায়ী শরিফুল ইসলাম শরীফ ও আমরা নরসিংদিবাসি'র সাধারন সম্পাদক তৌকির আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মো. তৌকির আহাম্মেদ, বিজয় চৌধুরী, ব্যবসায়ী নাজমুল কবির, সুমন আহাম্মেদ, কমিউনিটির নেতা আবু কাউছার ভুইয়া সহ আরও অনেকে। সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী হাসান আলী, কমিউনিটির নেতা আবুল কালাম আজাদ, মো. মোজাম্মেল হক। মালয়েশিয়া মহানগর যুবদল থেকে মো. মেহেদী হাসান, মো. মোশাররফ হোসেন, মোহাম্মদ তুহিন, মো. ইমন বাপ্পি। জাসাস নেতা শেখ আসাদুজ্জামান মাসুম, রমজান হাসান বাবুল সহ শতাধিক প্রবাসী ও কমিউনিটির নেতা কর্মী বৃন্দ।
আলোচনা শেষে নরসিংদী জেলা সদর উপজেলায় ২ বারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মঞ্জুর এলাহী কে ফুলের তোড়ায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা জালালুদ্দিন।