নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে মালয়েশিয়ায় সংবর্ধনা

নড়িয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ রয়েল মাঝির মালয়েশিয়া আগমন উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন করে কিরন সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া শাখা।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিটবিনতানের ভিআইপি রেস্টুরেন্ট এই সংবর্ধনা আয়োজন করা হয়।
কিরণ সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া সভাপতি ইমন হাসানের সভাপতিত্বে ও এনামুল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, নড়িয়া- ভেদরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও শরিয়তপুর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরন ।
এসময় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফরিদ আহম্মদ রয়েল মাঝি, মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন,যুবদল নেতা সাইদুর রহমান বাবু, সাইফুল ইসলাম দোয়েল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কদমতলী থানা বিএনপির যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, জালাল উদ্দিন ভুইঁয়া, মিজানুর রহমান সুমন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, যুব নেতা জসিম উদ্দীন, সোহেল মাহমুদ, মাহফুজুর রহমান, আক্তার গাজী, আল ইমরান, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ শাহিন, সুমন হোসেনসহ আরও অনেকে ।
পরে সংবর্ধিত অতিথি ফরিদ আহম্মদ রয়েল মাঝিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান কিরণ সমর্থকগোষ্ঠী মালয়েশিয়া নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানে ও উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।