হিউম্যান হারমোনি কনফারেন্সে যোগ দিতে মালদ্বীপ যাচ্ছেন প্রবাসী দুই সাংবাদিক

এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত হিউম্যান হারমোনি কনফারেন্সে অংশ নিতে মালদ্বীপের মালেতে যাচ্ছেন মালয়েশিয়া প্রবাসী দুই সাংবাদিক।
আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) ২০২৫ মালদ্বীপের মালেতে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্স অংশগ্রহণ করবেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির দুই পরিচিত মুখ দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ও বার্তা২৪.কম এর স্টাফ করেসপন্ডেন্ট ও মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহসভাপতি কায়সার হামিদ হান্নান ও ডিবিসি ও কালের কণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী।
আগামী বুধবার ( ৮ অক্টোবর) সকালে তারা মালদ্বীপের উদ্দেশে রওয়ানা করবেন সেই সাথে মালদ্বীপে কনফারেন্সসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ, পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন শেষে ১২ অক্টোবর তিন দিনের শ্রীলংকা সফর শেষে মালয়েশিয়াতে ফিরে আসবেন।
এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৫০টি রাষ্ট্রের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক এ সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এশিয়ান বিজনেস পার্টনারশিপের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। তার নেতৃত্বে সম্মেলনে মানবসম্প্রীতি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকারের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখায় নির্বাচিত ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে প্রদান করা হবে “হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড ২০২৫”। এই ক্ষেত্রে প্রবাসে সাংবাদিকতা ও সামাজিক কার্যক্রমে প্রবাসী এই দুই সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে।
এ উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিদেশি প্রতিনিধিদের বরণ করতে শহরের হোটেল, কনফারেন্স সেন্টার ও প্রধান সড়কগুলোতে সাজসজ্জা চলছে।
আয়োজকরা আশা করছেন, এই মহাসম্মেলন বিশ্ব মানবসম্প্রীতি ও টেকসই উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।