কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ককে মালয়েশিয়ায় সংবর্ধনা

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহব্বায়ক মোঃ আখতারুজ্জামান সরকারের মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুর বুকিত বিনতানের ভিআইপি পিঠাঘরে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মালয়েশিয়া চৌকিট বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ আলিফ সরকার ও মালয়েশিয়া নবীন দলের সভাপতি মোঃ হাসেম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ মন্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ,সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, কুয়ালালামপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমান হোসেন,সাংগঠনিক সম্পাদক,কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির প্রবাস কল্যাণ বিযয়ক সম্পাদক মোঃ মাহফুজ সরকারসহ মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সময় এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে তারেক রহমান ও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্য প্রবাসে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে মোঃ আখতারুজ্জামান সরকারের ফুল দিয়ে বরণ করেন নেন মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুকুল হোসাইন সহ মালয়েশিয়াস্থ কুমিল্লা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।