মালয়েশিয়ায় চতুর্থবারের মতো 'ওমেন ইন সাইন্স ফোরাম' অনুষ্ঠিত

নারী বিজ্ঞানীদের প্রতিভা, অভিজ্ঞতা ও নারীদের সাফল্য তুলে ধরতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ওমেন ইন সাইন্স ফোরাম'।
স্থানীয় সময় শুক্রবার (০৪ জুন) সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভার্চুয়ালি এই ফোরাম অনুষ্ঠিত হয়।
আয়োজক ফোরামের চেয়ারম্যান ও মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. লুবনা আলমের সহযোগিতায় ভার্চুয়াল এই ফোরাম মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অর্গানাইজেশন ফর উইমেন ইন সাইন্স ফর ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিউএসডি) মালয়েশিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

‘নারী সৃজনশীলতার দৃশ্যমানতা বর্ধন’ শীর্ষক ফোরামে ওডব্লিউএসডি মালয়েশিয়া অধ্যায়ের সভাপতি প্রফেসর ড. লিম ইয়াং মুই এবং মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক প্রফেসর দাতো ড. মাজলিন বিন মোখতারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মালয়েশিয়ার ন্যাশনাল উনিভার্সিটির উপ-উপাচার্য (গবেষণা ও উদ্ভাবন) প্রফেসর দাতো ড. আবদুল ওয়াহাব বিন মোহাম্মদ।
এ সময় বক্তারা বলেন, এ ফোরামটি ওউডব্লিউএসডি মালয়েশিয়ান অধ্যায়ের বার্ষিক কার্যক্রম যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। যার লক্ষ্য নারীদের সাফল্য তুলে ধরা। ফোরামটি নারী বিজ্ঞানীদের প্রতিভা এবং অভিজ্ঞতা বিনিময় করে নেওয়ার পাশাপাশি তাদের পেশাগত বিকাশকে সমর্থন করে।
ফোরামটিতে অতিথি বক্তাদের উপস্থাপনা, আলোচনা এবং সেরা গবেষণা বিজয়ীর ঘোষণাসহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও ফোরামে ওডব্লিউএসডি মালয়েশিয়া অধ্যায়ের পটভূমি এবং সাফল্য বিষয়ক ভিডিও প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন মালয়েশিয়ার ব্যাংক ইসলামের এসএমই উপদেষ্টা দাতুক ড. হাফসাহ হাশিম। অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার অরফ্যানকেয়ার ফাউন্ডেশনের সিইও দাতিন পাডুকা চে আসমা ইব্রাহিম, মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক দাতিন ড. নোরিজান আব্দুল রাজাক এবং মালয়েশিয়া বিজ্ঞান একাডেমির সহকর্মী দাতো ড. মেডলিন বার্মা।
এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন ওডব্লিউএসডি বাংলাদেশ অধ্যায়ের সভাপতি ড. শারমিন পারভীন, ইউটিএম একাডেমিক নেতৃত্ব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. শরিফাহ হাফিজাহ সৈয়দ আরিফিন এবং মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নরঙ্গাইন মোহাম্মদ টাওয়েল।