বাংলাদেশ দলকে বিমান বন্দরে স্বাগত জানাল মালয়েশিয়া প্রবাসীরা
র্যাংকিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সাথে ড্র করেই এশিয়ান কাপ বাছাই খেলতে বাংলাদেশ দল পৌঁছে গেছে মালয়েশিয়ায়। ২জুন বৃহস্পতিবার বিকেলে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়ে স্থানীয় সময় রাত ৮টায় কুয়ালালামপুরে পৌঁছয় তারা। এই সময় ক্রিকেটপ্রেমী মালয়েশিয়া প্রবাসীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এশিয়ান কাপের বাছাইয়ে মাঠে বসে বাংলাদেশকে সমর্থন জানাবে এসব প্রবাসী।ক্রিকেট প্রেমী মালয়েশিয়া বিডি এফসি সর্মথকরা এনটিভি অনলাইনকে জানান, বাংলাদেশ ফুটবল দল কে উৎসাহ জোগাতে ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকবো। ইতিমধ্যে আমরা ব্যাপক প্রচারণা চালিয়েছি। আশা করি বাংলাদেশ দল ভালো খেলবে।দেশের সুনাম অক্ষুন্ন রাখবে।
এইভাবেই মালয়েশিয়ায় পা রাখার পরই প্রবাসী সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন জামাল-জিকোরা। কুয়ালালামপুর এয়ারপোর্টে ফুল ও ব্যানার দিয়ে বরণ করে নিয়েছে পুরো বাংলাদেশ দলকে।টিম ম্যানেজার ইকবাল হোসেন ও মালয়েশিয়া প্রবাসীদের বরণ করে নেন।
আগামী ৮ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১১ জুন তুর্কমেনিস্তান এবং ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে লড়বে হাভিয়ের কাবরেরার দল। আগামীকাল (শুক্রবার) কোনো অনুশীলন নেই বাংলাদেশ দলের। জিম ও সুইমিংয়ে সময় পার করবেন জিকো-সোহেল রানারা।