মালয়েশিয়ায় জিওমাটিকা ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

মালয়েশিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি জিওমাটিকায় চমক দেখিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টি থেকে এ বছর ১৩৪ জন বাংলাদেশি শিক্ষার্থী উচ্চতর ডিগ্রি লাভ করেছেন।
গত বুধবার (১৫ জুন) রাজধানী কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) দিনব্যাপী এই সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়।সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকোত্তর, ডক্টরেট স্নাতক, স্নাতক, ডিপ্লোমা,সার্টিফিকেট এবং ফাউন্ডেশন জড়িত বিভিন্ন কোর্সের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসমাইল ওমর, জিওম্যাটিক্স গ্রুপের সভাপতি প্রফেসর ড. দাতুক সিনিয়র ড. মোহাইজি মোহাম্মদ, ডিএমডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান দাতুক উইরা জয়নাল হোসেন, ডিএমডিআই ফাউন্ডেশনের ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ড. দাতুক উইরা ড. জামিল মুকমিন।

১৩৪ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে বিবিএ থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন চট্রগ্রামের মোঃ ওসমান গনির ছেলে ওয়াজেদ গনি আরাফাত ,টাঙ্গাইল জেলার কেএইচ আসাদুজ্জামানের ছেলে কেএইচ আমান উল্লা অনিক ,বগুড়া জেলার মোঃ মেসের আলীর ছেলে হাসান মোহাম্মদ আতিক ,বিবাড়িয়ার জেলার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে এসএম নাঈম,কুমিল্লা জেলার মোঃ নাজির আহমেদের ছেলে মোঃ রুবেল আহমেদ, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স থেকে সাতক্ষীরা জেলার আব্দুস সালেকের ছেলে মোঃ সাহেদ হোসেন স্নাতক ডিগ্রি অর্জন করেন।এই সময় বাংলাদেশি ডেপুটি রেক্টর মোঃ মমিনুল হক উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করা বাংলাদেশিসহ বিশ্বের ৮শত শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ সাফল্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা এনটিভি অনলাইনকে জানান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশি শিক্ষার্থীরা ভাল করছে। আমাদের সাফল্য অন্যদেরও অনুপ্রেরণা দেবে। এখানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
সেই সাথে ইউনিভার্সিটি জিওমাটিকা মালয়েশিয়াকে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা গর্ববোধ করেন।সেইসাথে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।