মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটিতে বাংলাদেশি তরুণদের কমিটি গঠন সম্পন্ন

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মালয়েশিয়ায় প্রবাসী তরুণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)। আজ রবিবার (১৯-০৫-২০২৪) লিংকন ইউনিভার্সিটিতে গঠন হয়েছে তাদের চ্যাপ্টার কমিটি। এতে সভাপতি হিসেবে ফাইজা হুমায়রা ও সাধারণ সম্পাদক হিসেবে আরমান মজুমদারকে মনোনীত করা হয়।
এর আগেও গত কয়েক মাসে সংগঠনটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টার কমিটি গঠন হয়েছে। এরমধ্যে মহসা ইউনিভার্সিটি, সেগি ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি উল্লেখযোগ্য।
রবিবার বিকেল ৫টায় জালান স্টেডিয়ামে অবস্থিত ইউনিভার্সিটির মেডিকেল ক্যাম্পাসে এই কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম-এর প্রেসিডেন্ট, মাহসা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি বশির ইবনে জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুর্কি টিআরটি মিডিয়া এক্সিকিউটিভ সাদ বিন মুনির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বশির ইবনে জাফর বলেন প্রবাসে পড়াশোনার পাশাপাশি আগামীর কর্ম নির্ভর পৃথিবীতে নিজেদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে একাডেমিক পড়াশোনার বাইরেও বিভিন্ন সফট স্কিলের প্রয়োজন রয়েছে। প্রয়োজন আছে বৃহৎ নেটওয়ার্কিং এর। আর এ সবকিছু বিবেচনা করেই বিয়ামের পথচলা। এই পথচলাকে গতিময় করতে বিয়াম লিংকন ইউনিভার্সিটির চ্যাপ্টার কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে মালয়েশিয়ার অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যাপ্টার কমিটিও শীঘ্রই সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য বিয়াম মালয়েশিয়ায় গত রমজানে মাহসা ইউনিভার্সিটির চ্যাপ্টার কমিটি ঘোষণার মধ্যদিয়ে তাদের যাত্রা শুরু করে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার জনাব শামীম আহসান।
লিংকন ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদগুলোতে যেসব শিক্ষার্থীরা মনোনীত হলেন তারা হচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল প্রধানিয়া, নাজমুল হক নাঈম, ট্রেজারার আবদুল সালাম, ভাইস ট্রেজারার সায়েম, পাবলিক রিলেশন অফিসার জসিম উদ্দিন, জয়েন্ট পাবলিক রিলেশন রুহুল আমিন সৌরভ, এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর মুহা. রাকিবুল হাসান রাকিব, কালচারাল অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর ফারিয়া মেহজাবিন, জয়েন্ট কালচারাল অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর ফারজানা ফাতিমা প্রাপ্তি, স্পোর্টস কো-অর্ডিনেটর রায়হান চৌধুরী, জয়েন্ট স্পোর্টস কো-অর্ডিনেটর হৃদয় শেখ, ফাহিম শাহরিয়ার মেম্বারশিপ কো-অর্ডিনেটর তানভীর হাসান উসামা, জেনারেল মেম্বার ফয়সাল আহমেদ ও মিস্টি সুলতানা প্রমুখ।