'ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪' পেলো বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া

ভয়েস এশিয়ান আয়োজিত 'ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪' পেলো মালয়েশিয়ায় থাকা প্রবাসী তরুণ শিক্ষার্থীদের সংগঠন 'বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)'।
গতকাল শনিবার (৩০ নভেম্বর ২০২৪) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল জি-টাওয়ার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের হাতে 'বেস্ট বাংলাদেশি এসোসিয়েশন ইন মালয়েশিয়া' ক্যাটাগরিতে এই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড তুলে দেন ভয়েস এশিয়ান-এর এডিটর ও সিইও প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোশারফ হোসাইন।
মালয়েশিয়ার বুকে যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও সাফল্যে লাল-সবুজের পতাকার মান সমুন্নত। নিজেদের নিয়ে গেছেন যারা সফলতার চূড়ান্ত শিখরে, সেই সব প্রতিভাবানদের সম্মানিত করতেই ২৫টি জেনারেল ক্যাটাগরি, ৭টি স্পেশাল ক্যাটাগরি, এসোসিয়েশন সহ প্রবাসী সাংবাদিকদের নিয়ে এই অসাধারণ আয়োজনের উদ্যোগটি গ্রহণ করে ভয়েস এশিয়ান।
বিগত বছরগুলোতে সিঙ্গাপুর, কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে আসছে ভয়েস এশিয়ান কতৃপক্ষ। এবছরই প্রথমবারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় তাদের এই আয়োজন।
উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান, পারডানা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. সুরিয়া নিলকুমা, দাতো মিজান, সিআইপি শাহাবুদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।