এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিয়াম-এর শুভেচ্ছাবার্তা
বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্সে মালয়েশিয়া (বিয়াম)-এর তরুণ নেতৃবৃন্দ।
গত ৩ জুলাই বিয়ামের প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী বশির ইবনে জাফর স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
এতে বিগত সময়ে এনটিভির কার্যক্রমগুলোর ভূয়সী প্রশংসা করে বিয়াম নেতৃবৃন্দ জানান "এনটিভি বরাবরই প্রবাসী তরুণ শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে। প্রবাসীদের নিয়ে এনটিভির স্বতন্ত্র পরিবেশনাগুলো দেশের মানুষের সাথে প্রবাসীদের সেতুবন্ধন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনটিভির এই অব্যহত অগ্রযাত্রা সুন্দর হোক। এনটিভির সকল প্রতিনিধি, কলাকৌশলী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন।"
প্রেরিত শুভেচ্ছা বার্তায় বিয়াম লিংকন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ফাইজা হুমাইরা, বিয়াম সিটি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, বিয়াম মাহসা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এসএম ফাইয়াজ আলম, বিয়াম সেগি ইউনিভার্সিটির সেক্রেটারি রাকিব গুলদারের পৃথক পৃথক শুভেচ্ছাবার্তা সংযুক্ত করা হয়।