‘এনটিভির সেলিব্রেটি নাইট’ : আজকের অতিথি দুই বাংলার জনপ্রিয় শিল্পী আকাশ

দেশ বিদেশের খ্যাতনামা তারকাদের সঙ্গে দর্শকের যোগাযোগ বাড়াতে এনটিভি মালয়েশিয়া অনলাইন ‘সেলিব্রেটি নাইট’ শিরোনামে একটি সাপ্তাহিক অনুষ্ঠানের আয়োজন শুরু করেছে। সপ্তাহের প্রতি রবিবার মালয়েশিয়া সময় রাত ১০টায় ও বাংলাদেশ সময় রাত ৮টায় এনটিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, পেরিস্কোপ ও টুইচ প্ল্যাটফর্মে একজন তারকা ঘণ্টাব্যাপী আড্ডায় অংশ নেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কানাডার বাংলাদেশী শিক্ষার্থী অরুনিমা হোসাইন ।
আজ রবিবার মালয়েশিয়া সময় রাত ১০টায় এ আয়োজনের অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আকাশ সেন।

প্রতিভাবান এই শিল্পী কলকাতা ও বাংলাদেশে সমান তালে জনপ্রিয়।বাংলাদেশের ছবিতে অনেক জনপ্রিয় গান রয়েছে যা এই সময়ের প্রজম্ম কাছে প্রিয়। প্রবাসীরাও তার গান পছন্দ করে। বাংলাদেশের ছবিতে তার কয়েকটি জনপ্রিয় গান হল বাংলাদেশী মেয়ে ছবি আমি শুধু চেয়েছি তোমায় ,আমার মতন কে আছে বলো, ছবি মেন্টাল ,ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, ছবি নির্স্বাথ ভালোবাসা ,প্রেমীও প্রেমী ছবি প্রেমীও প্রেমী ,একখান চুমু দিয়ে যা, ছবি অগ্নি ২ ,গোলাপি গোলাপি, ছবি চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্যা মাইয়া ,ঈদ এসেছে, ছবি বাদশা ,ঈদ মোবারাক, ছবি পাসওয়ার্ড অন্যতম। সংগীত জীবনে তিনি অসংখ পুরস্কার পেয়েছেন।
আজকের এই ‘এনটিভির সেলিব্রেটি নাইট’ তার জানা, অজানা, অভিজ্ঞতা, সফলতা, ব্যর্থতা ও দায়িত্বশীলতার নানা দিক নিয়ে কথা বলবেন তিনি।
অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রিয় অতিথিকে এনটিভি মালয়েশিয়া ফেইসবুক পেইজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন +৬০১০২৯৫৩৮৫০ এই নাম্বারে।