পশ্চিমবঙ্গের "রসমতী সম্মাননা" পেলেন নিউইর্য়কের কবি কাজী জহিরুল ইসলাম

পশ্চিম বঙ্গের কুলো ক্রিয়েটিভ সোসাইটি ২০২১ সালে তিনজন কবিকে "রসমতী সম্মাননা ২০২১" প্রদান করেছে। তারা হলেন ভারতের কবি অরুণ চক্রবর্তী, কোরিয়ার কবি কিম হিয়ং এবং বাংলাদেশের কবি কাজী জহিরুল ইসলাম।
দুই বাংলার অসম্ভব জনপ্রিয় গান 'লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, অরুণ চক্রবর্তীর লেখা একটি কবিতা, যেটি তিনি ১৯৭২ সালে লেখেন। পরবর্তীতে এই কবিতাটি গান হয় এবং মানুষের মুখে মুখে ফেরে। কবি কিম হিয়ং প্রকৃতি ও মানবতার কবি। দক্ষিণ কোরিয়া এবং নেপালে তিনি খুব জনপ্রিয়। তার অনেক কবিতা নেপালী ভাষায় অনূদিত হয়েছে।
কবি কাজী জহিরুল ইসলাম বাংলা ভাষায় নতুন ধারার ক্রিয়াপদহীন কবিতার প্রবর্তন করেন। তার রচিত ক্রিয়াপদহীন কবিতা উড়িয়া ভাষায় অনূদিত হয়ে উড়িষা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে।
কুলো ক্রিয়েটিভ সোসাইটির সাধারণ সম্পাদক শিল্পী সারফুদ্দিন আহমেদ বলেন, তিন দেশের তিন গুণী কবিকে সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত এবং সম্মানিত। তাদের কাছ থেকে এই পৃথিবী আরো অনেক নান্দনিক এবং মানবিক কবিতা পাবে এটাই আমাদের প্রত্যাশা।