সুশান্তের মৃত্যুরহস্য নিয়ে এবার সিনেমা

পর্দায় নায়ক সেজে আর আসবেন না সুশান্ত সিং রাজপুত। তবে এবার আসবেন পর্দার নায়ক হয়ে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে তৈরি হতে চলেছে হিন্দি সিনেমা। নাম ‘সুইসাইড অর মার্ডার?’ হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্নটা থাকছে। জানিয়েছেন ছবির প্রযোজক বিজয়শেখর গুপ্তা। তিনি অবশ্য বলেছেন এই ছবি ঠিক সুশান্তের ‘বায়োপিক’ নয়। বরং তাঁর মৃত্যুরহস্যের ওপর আলোকপাত। সেই সূত্রে চলে আসবে ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলোও। ছবি পরিচালনা করবেন শমীক মৌলিক। সুশান্তের চরিত্র কে করবেন, তা অবশ্য এখনই সামনে আনতে চাননি প্রযোজক। ছবির প্রাথমিক পোস্টারও ‘রিলিজ’ হয়েছে।
বৃহস্পতিবার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে ন’ঘণ্টার ম্যারাথন জেরা করা হয়। শুক্রবার প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মসের চুক্তিপত্রগুলি পুলিশ দেখতে চেয়েছে। ‘যশরাজ ফিল্মস’–এর পরে আরও চার বড় প্রযোজক সংস্থাকে ডাকবে পুলিশ। সুশান্তের প্রযোজক বন্ধু কমল জৈন জানিয়েছেন, সুশান্তের হাতে নাকি এখনও গোটা তিনেক ছবির কাজ ছিল। যার একটি শুরু হওয়ার কথা ছিল মে মাসেই। তাতে নায়িকা ছিলেন রিয়া চক্রবর্তী। লকডাউনের জন্য কাজ শুরু হতে পারেনি। পুলিশের হাতে এসেছে সুশান্তের পাঁচটি ব্যক্তিগত ডায়েরিও। রিয়া জানিয়েছেন, লকডাউনের সময় বেশ কিছুদিন তিনি সুশান্তের সঙ্গেই ছিলেন। পরে মনোমালিন্য হতে চলে যান। তবে ফোনে যোগাযোগ ছিল। তখনই সুশান্ত মানসিক অবসাদের ওষুধ খাওয়া কমিয়ে দেন। মন দেন যোগ, ধ্যানে। আগামী নভেম্বরে সুশান্তের সঙ্গে বিয়ের কথাও স্বীকার করেছেন রিয়া। সুশান্তের বর্তমান বিজনেস ম্যানেজার শ্রুতি মোদি পুলিশকে জানিয়েছেন, সুশান্ত নাকি একটি রিয়েলিস্টিক ভিডিও গেমস–এর কোম্পানি খুলতে যাচ্ছিলেন। সঙ্গে ‘নেশন ইন্ডিয়া ফর ওয়ার্ল্ড’ নামে এক সমাজসেবী সংগঠন খোলারও পরিকল্পনা ছিল।
এদিকে বলিউডে ‘নেপোটিজম’ বিতর্কের ঝড় চলছেই। এবার অভিযোগ তুলতে শুরু করেছেন গায়কেরা। যেভাবে বহু ক্ষেত্রে অন্যায়ভাবে তাঁদের ছবির প্লেব্যাক থেকে বাদ দেওয়া হচ্ছে বা গান গাওয়ার পরে তা অন্য গায়ক বা নায়ককে দিয়ে ‘ডাব’ করিয়ে দেওয়া হচ্ছে, তাতে হতাশ গায়করা। অভিযোগ তুলেছেন সোনু নিগমও। বলেছেন, যে নায়ক সম্পর্কে অভিযোগ উঠছে তিনি তো বহুবার আমার সঙ্গেও এ কাজ করেছেন। বোঝাই যাচ্ছে সোনুর ইঙ্গিত সলমন খানের দিকে। এর আগে গায়ক অভিজিৎও সরাসরি অভিযোগ করেছিলেন, সলমন খান ভারতীয় গায়কদের গান ছবিতে ‘ডাব’ করান পাকিস্তানি শিল্পীদের দিয়ে। সোনু বলেছেন, এমন অবস্থা চলতে থাকলে বহু উঠতি গায়কও আত্মহননের পথ বেছে নেবে।
সূত্রঃ আজকালের প্রতিবেদন