সৃষ্টিশীল ডিজাইন, রঙের বর্ণিলতা, ভিন্ন সেলাই , কাটিং-প্যার্টান র্বৈচিত্র্যময়তার সংযোজন বিয়োজনে প্রতিদিন বদলে দিচ্ছে ফ্যাশন দুনিয়া। গত রোববার, ০৩ অক্টোবর ২০২০ কুয়ালালামপুরের জালান দুতা এমআইটিসি কনভেশন হলে কুয়ালালামপুরে আন্তর্জাতিক ডিজিটাল ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা এই ফ্যাশনশোতে তাদের দেশের পোশাক তুলে ধরে। ফ্যাশনশো বিভিন্ন দেশের মডেল, মিস ইউনিভার্স, সাংবাদিকবৃন্দসহ সুধীজনবৃন্দ উপস্থিত ছিলেন।এক নজরে দেখে নেই বিশ্বের বিভিন্ন দেশের মডেলদের অংশগ্রহণে কিছু আলোকচিত্র।ছবি -ফরহাদ হোসেন ,এনটিভি