রিভার ডাইনিং রেস্টুরেন্টটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে জালান তামান জুভিউ অবস্থিত। পাশে রয়েছে জাতীয় চিড়িয়াখানা। নদীর জলের শব্দে প্রকৃতির পরিবেশে রেস্টুরেন্টটি সকাল সন্ধ্যা মুখর থাকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে । রবিবার মালয়েশিয়া পাবলিক হলিডেতে রেস্টুরেন্টটিতে তিল পরিমান জায়গা থাকে না। এই রেস্টুরেন্টে খাবার ম্যানুতে রয়েছে বারবিকিউ, গ্রিলের উপর ভিত্তি করে বিভিন্ন মানের মাংসের পাশাপাশি মাছ এবং সীফুডসহ আরো নানা রকমের মুখরোচক খাদ্য ।নদীর জলের শব্দে প্রকৃতির পরিবেশে বারবিকিউ এশিয়ান মেরিনেডের এক নতুন স্বাদের সাথে নদীর ভোজন অনুভব করতে মালয়েশিয়া বিভিন্ন প্রান্ত থেকে ছুটে ভোজন পিয়াসীরা।দেখে নিন রিভার ডাইনিং এর কিছু চমৎকার আলোকচিত্র। ছবি -ফেইসবুক