মালয়েশিয়ায় নির্মিত হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু ভবন
গোটা বিশ্বে সব ভবনকে ছাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুবাইর বুর্জ খলিফা। বিশ্বের সব থেকে উঁচু আকাশচুম্বীর তকমা রয়েছে দুবাইয়ের এই বিল্ডিং-এর নামের পাশেই। পাশাপাশি তাইওয়ানের তাইপে টাওয়ার, চিনের সাংহাই টাওয়ারও নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়। অবশ্য পর্যটন নগরী মালয়েশিয়া টুইন টাওয়ার স্থাপন করে ইতিহাসে নাম লিখিয়েছিলো এদেরও আগে। কিন্তু উচ্চতার দিক দিয়ে টুইন টাওয়ারের চেয়ে বড় হওয়ায় ওই দেশগুলোর ভবনের নাম চলে যায় মালয়েশিয়ার আগে। তাইতো এবার পৃথিবীকে আবারও তাক লাগাতে পর্যটন নগরী মালয়েশিয়ায় তৈরি হচ্ছে ১১৮ তলা বিশিষ্ট ভবন 'মারদেকা পিএনবি ১১৮'। টাওয়ারটির সরকারী নাম মারদেকা পিএনবি ১১৮। মারদেক মানে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। এটি সাবেক মারদেকা পার্কের জায়গায় নির্মিত হচ্ছে। পিএনবি হচ্ছে পারমডালান ন্যাশনাল বারহাদের সংক্ষিপ্তসার যা মালয়েশিয়ার বৃহত্তম তহবিল ব্যবস্থাপনা সংস্থা এবং টাওয়ারের মালিক।এটি কুয়ালালামপুরে জালান হ্যাং জিবাত, মারদেকা স্টেডিয়ামের কাছাকাছি অবস্থিত একটি সাইটে নির্মিত হচ্ছে।ভবনটির নির্মাণ কাজ শেষ হবে ২০২১ সালে। তবে, এখনই এটি বিশাল আকারে দৃশ্যমান হয়ে শহরের অধিবাসী ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে।এক নজরে দেখে নেই এই ভবনের কিছু স্থিরচিত্র। ছবি -ফেইসবুক














