আসছে ৩১ আগস্ট। মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। মালয়েশিয়ার ইতিহাসের শ্রেষ্ঠতম গৌরব ও অহঙ্কারের দিন এটি। পৃথিবীর মানচিত্রে দেশটির আত্মপ্রকাশের ৬১তম স্বাধীনতা দিবস। ১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে রক্তপাতহীন প্রক্রিয়ায় স্বাধীনতা অর্জন করে দেশটি। স্বাধীনতা আসলে বুঝা যায় মালয়েশিয়ান কতটা ভালোবাসে তাদের দেশকে। ইতিহাস ,ঐতিহ্য ,কৃষ্টিকালচার তুলে ধরে তারা।এক টুকরো পতাকা মুক্ত আকাশে উড়ে জানান দেয় তারা স্বাধীন-স্বার্বভৌম দেশের নাগরিক। বুকভরে নিঃশ্বাস নেয় এবং মনে করে তারা স্বাধীন দেশের নাগরিক।আর তাই হয়তো পতাকার রঙের প্রতি তাদের আবেগের কমতি নেই। বিশেষ করে স্বাধীনতা দিবস এলে আবেগে পূর্ণ উদ্যমে ঢেউ খেলে তারা। আপামর জনতা উদ্বেলিত হয় পতাকার রঙে নিজেকে রাঙিয়ে নিতে। এ দিনটি তাদের কাছে অত্যান্ত আনন্দের।মালয়েশিয়া প্রতিটি নাগরিক তাদের দেশের পতাকা রঙের ড্রেস পরিধান করে।পতাকা ড্রেস পড়ে দেশের প্রতি তাদের ভালোবাসা অনুভতি প্রকাশ করতে চায়।এক নজরে দেখে নেই মালয়েশিয়ানদের পতাকা রঙে কিছু স্থীরচিত্র। ছবি -ফেইসবুক থেকে নেওয়া।