করোনার নির্দেশনা ভঙ্গ করার দায়ে মালয়েশিয়ায় বিদেশিসহ ১০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় করোনার নির্দেশনা ভঙ্গ করে লাইসেন্সবিহীন বিনোদন কেন্দ্র পরিচালনার অভিযোগ ১০ বাংলাদেশিসহ ২৪৯ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইয়াপ কোয়ান সেনে এলাকার একটি অনুমোদনহীন বিনোদন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
দেশটির সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত বাংলাদেশিদের মাঝে একজন নারী কর্মী রয়েছেন। রয়েছেন ভারতীয় একজন ও বেলারুশিয়ান দু'জন নারী। বাকিরা মালয়েশিয়ার নাগরিক।
তবে আটক বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এ সময় পুলিশ বিনোদন কেন্দ্রের বিভিন্ন কাগজপত্র ও মালামাল জব্দ করে।
প্রতিবেদনে আরও বলা হয়, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি বিনোদন আইন, সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিধিমালা ২০২০ এর ধারা ১১ এবং ইমিগ্রেশন আইনের ধারা ১৫(১) (গ) এর অধীনে যথাযথ তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।