করোনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৯১ : মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তর

মালয়েশিয়ায় রেকর্ড সংখ্যক ৬৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে, যা দেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ।নতুন করে আজ ৪ জনের মৃত্যু হয়েছে।সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ১৩ হাজার ৫০৪ জন এবং দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪১ জন।
আক্রান্তদের মধ্যে ৩ জন বাইরে থেকে আসা বাকি ৬৮৮ জন মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের।
আজ মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি দেশটিতে করোনা আক্রান্ত রোগী বাড়ার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার একদিকে সর্বোচ্চ ৮৯১ জন সংক্রমিত রোগী পাওয়া গেলো।এর আগে রোববার ২৯৩ ও শনিবার ৩১৭ জন এ ভাইরাসে সংক্রমিত হয়।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯১ মধ্যে ২১৯ জন সাবাহ প্রদেশের, কেদাহ রাজ্যের ৩৯৭ জন। অন্যদিকে সেলাঙ্গরে ৩৮ জন, জোহর বারুতে ৬ জন, লাবুয়ানে ১ জন, কুয়ালালামপুরে ৪ জন, পেরাকে ৮ জন, নেগারি সেম্বিলানে ৭ জন, পেনাং ৩ জন , তেরেঙ্গানু ১ জন ,পুত্রাজায়া ১ জন ,সারওয়াক ৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন আবারও স্বেচ্ছায় নিজ গৃহে কোয়ারেন্টিনে গেছেন। সরকারের ধর্মমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি ঝুঁকি এড়াতে কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
করোনা পরিস্থিতি নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিঊদ্দিন মালয়েশিয়া সময় সন্ধ্যা ৬ টায় জাতির উদ্যেশে ভাষণ দিচ্ছেন । এই নিউজ লিখা পর্যন্ত ভাষণের বিস্তারিত জানা যায়নি।