করোনা সার্টিফিকেট জাল কিনা তা যাচাই করার জন্য কোম্পানির মালিকদের প্রতি আহ্বান

করোনা সার্টিফিকেট জাল কিনা তা যাচাই করার জন্য কোম্পানির মালিকদের প্রতি আহ্বান
কায়সার
বিদেশী কর্মীদের কভিড -১৯ পরীক্ষার সার্টিফিকেট গুলো সত্যতা যাচাই করার জন্য কোম্পানির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার রয়েল পুলিশ।বুকিত আমান বাণিজ্যিক সিআইডি উপপরিচালক ডিসিপি দাতো সাইফুল আজলি কামরুদ্দিন বলেছেন, অসাধু বিদেশী শ্রমিকরা জাল সার্টিফিকেট প্রদান করার মাধমে করোনা ঝুঁকি বেড়ে যাতে পারে তাই এটি এড়াতে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট পুনরায় যাচাই বাছাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

মালয়েশিয়া স্থানীয়গণ মাধ্যম বলেন স্বাস্থ্য অধিদপ্তরের এগুলি যাচাই করা উচিত।নতুন করে বড় ধরণের সংক্রমণ এড়াতে সার্টিফিকেট গুলির প্রদত্ত নাম ও অনন্যা তথ্যের মিল রয়েছে কিনা তা দেখা উচিত। জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে দুই জন গ্রেপ্তার হওয়ার পর মালয়েশিয়া পুলিশ মূল অপরাধীদের ধরতে তৎপর হয়ে উঠে।
পরে পুলিশের অভিযানে আরো পাঁচ জনকে গ্রেপ্তার করে। জানা যায় এইসব জাল সার্টিফিকেট গুলো পঞ্চাশ থেকে একশত রিঙ্গিত বা তার ও বেশি মূল্য বিক্রি হতো। এর মধ্যে পুলিশের অভিযানে হাতেনাতে দুইজন বাংলাদেশী ধরা পড়ে। তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরো পাঁচ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল পুলিশের সিআইডি ইউনিট।
গ্রেফতারকৃত সকলের বয়স ছাব্বিশ থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে, যারা রাজধানীর একটি কনস্ট্রাকশন ভিসা বহন করেছিলেন। তিনি আরো জানান,বুকিত আমান এই ধরণের কার্যকলাপের বিরুদ্ধে সোচ্ছার রয়েছে।