মালয়েশিয়ায় জাল পাসপোর্ট-ভিসা তৈরি করায় বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশি জাল পাসপোর্ট এবং ওয়ার্কিং পারমিট (ভিসা) তৈরির সরঞ্জামসহ বাংলাদেশি একাধিক সিন্ডিকেটের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই মাস ধরে ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা নজরদারি চালিয়ে এই চক্রগুলোকে আটক করতে সমর্থ হয়েছে। গত ০৯ ও ১০ অগাষ্ট কুয়ালালামপুরের ক্লাং ভেলী, সেলাঙ্গর চেরাসের আবাসিক ভবন ও জালান ক্লাং লামায় অভিযান পরিচালনা করে ৩ বাংলাদেশি ও একজন মঙ্গোলিয়ান নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতদের মাঝে একজন বাংলাদেশি মালয়েশিয়ায় ১০ বছর ধরে অবস্থান করছেন। সে জালিয়াতি করে এসব কাগজপত্র তৈরি করে প্রতি মাসে মালয়েশিয়ান প্রায় ১০ হাজার রিংগিত (বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকা) আয় করে বাংলাদেশে সেই অর্থ প্রেরণ করতো। এর আগে সে ১০০ জাল পাসপোর্ট তৈরি করেছে।
এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, ভুয়া ওয়ার্ক পারমিট এবং নিশান প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পাসপোর্ট ও পিএলকেএস পাস (কাজের ভিসা) জালিয়াতির জন্য অভিযুক্ত ব্যক্তিদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫৫ (ঘ) ধারায় অপরাধ করার জন্য তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আদালতে দোষী প্রমাণিত হলে তাদের মালয়েশিয়া রিংগিত ৩০ হাজার (বাংলাদেশি টাকায় ৬ লক্ষ) জরিমানা ও ৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।
কোভিড- ১৯ সম্পর্কিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুসারে এই অপারেশন করা হয়েছিল এবং সন্দেহভাজনকে পুত্রজায়া স্বাস্থ্য ক্লিনিকে স্ক্রিনিং টেস্টের জন্য প্রেরণ করার পর পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তাদের সকলকে দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়া ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটক রাখা হয়েছে।