মালয়েশিয়ার রাজার সঙ্গে বসতে যাচ্ছেন আনোয়ার ইব্রাহীম

তিক্ত অন্তর্দ্বন্দ্বের পর গত ফেব্রুয়ারিতে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন সংস্কারবাদী সরকারের পতনের পর মালয়েশিয়াতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা চলছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কোনো নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু তার জোটের অবস্থাও নড়বড়ে। এই সরকারের বৈধতা নিয়েও রয়েছি প্রশ্ন।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থনের প্রমাণ দিতে আগামী সপ্তাহে রাজার সঙ্গে দেখা করতে যাচ্ছেন মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীম।
দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর আগে আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন যে, তিনি নতুন সরকার গঠন করতে চান। গত ২৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, দেশের শক্তিশালী ও বিশ্বাসযোগ্য এমপিদের সংখ্যাগরিষ্ঠই সরকার গঠনে তার প্রতি সমর্থন জানিয়েছেন।
আনোয়ার ইব্রাহিম যদি দক্ষিণ এশিয়ার বহুজাতিক দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন, তবে তার ২২ বছরের সংগ্রামের সফলতায় চূড়ায় পৌঁছাতে পারবেন তিনি। তার এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে অন্তত ১০ বছর কারাগারে থাকতে হয়েছে।
মাত্র ৭ মাস আগেই জোটের ভেতর ষড়যন্ত্র করে মালয়েশিয়ার ক্ষমতা আঁকড়ে ধরেছেন মুহিদ্দিন ইয়াসিন। ফলে ২০১৮ সালের মে মাসে নির্বাচিত ড. মাহাথির মোহাম্মদ সরকারের পতন ঘটে। তবে আনোয়ার ইব্রাহিমকে কতজন এমপি সমর্থন করছেন- তিনি তা প্রকাশ করেননি