মালয়েশিয়ায় পেনাং গভর্নরের সম্মানে ইফতার ও নৈশভোজ

ওআইসি স্টাডি গ্রুপ ও মালয়েশিয়ায় মুসলিম ওয়ার্ল্ড রিসার্স সেন্টারের যৌথ উদ্যেগে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নৈশভোজের আয়োজন করা হয়।

ইউনিভার্সিটি মালায়ার অধ্যাপক ড. রুসলান এম নূর এর অনুষ্ঠান পরিচালনায় মালয়েশিয়ার সাবেক পরাষ্ট্রমন্ত্রী ও ওআইসি স্টাডি গ্রুপের চেয়ারম্যান তান শ্রী সায়েদ হামিদ আলবার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া সরকারের সাবেক পরাষ্ট্রসচিব ও পেনাং রাজ্যের নবনিযুক্ত গভর্নর তান শ্রী আহমদ ফুজি বিন আব্দুল রাজাক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও আইসি স্টাডি গ্রুপের সেক্রেটারি জেনারেল ও মালয়েশিয়ায় মুসলিম ওয়ার্ল্ড রিসার্স সেন্টারের প্রেসিডেন্ট বাংলাদেশী শিক্ষাবিদ সহযোগী অধ্যাপক ড. ইশারফ হোসেন।

উল্লেখ্যেযে সম্প্রতি মালয়েশিয়া সরকারের সাবেক পরাষ্ট্রসচিব তান শ্রী আহমদ ফুজি বিন আব্দুল রাজাক পেনাং রাজ্যের নবনিযুক্ত গভর্নর নির্বাচিত হওয়ায় মালয়েশিয়ায় মুসলিম ওয়ার্ল্ড রিসার্স সেন্টার ও ও আইসি স্টাডি গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী জোবায়দুর রহমান। এই সময় সৌদিআরব ,ইজিপ্ট, ইউনাইটেড আরব আমিরাত,পাকিস্তানের মালয়েশিয়া নিযুক্ত রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।