মালয়েশিয়ার নতুন সরকারের প্রতি মুহিউদ্দিন ইয়াসিনের পূর্ণ সমর্থন প্রকাশ

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
শনিবার (২১ আগস্ট) ইস্তানা নিগারায় দেশটির রাজা সুলতান আবদুল্লাহ এ শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পর নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বিকালে দামানসারা সদ্য সাবেক প্রধানমন্ত্রী তান সেরী মহিউদ্দিন ইয়াসিনের বাসায় সাক্ষাৎ করেন।
সন্ধ্যায় মহিউদ্দিন ইয়াসিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল সাবেরি সাথে তার সাক্ষাতের কয়েকটি ছবি আপলোড করেন। সেই সাথে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মহিউদ্দিন। নতুন প্রধানমন্ত্রীকে পূর্ন সমর্থন করে পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট মুহিউদ্দিন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন। তারপর মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগং আল-সুলতান আব্দুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয় শাসকদের সঙ্গে একটি বিশেষ বৈঠকের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়ায় সম্মতি দেন।