মালয়েশিয়ায় প্রথম ওমিক্রন শনাক্ত, আক্রান্ত এক তরুণী
এবার মালয়েশিয়ায় থাবা বসিয়েছে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’। দেশটিতে ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালউদ্দিন। খবর দ্য স্টারের।
জানা যায়, সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় আসা এক তরুণের শরীরে ওমিক্রন ভ্যারিয়্যান্ট শনাক্ত হয়েছে। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উনিশ বছর বয়সের ওই তরুণ দক্ষিণ আফ্রিকা থেকে সিঙ্গাপুর হয়ে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁর শরীরে ওমিক্রনের অস্তিত্ব পান স্বাস্থ্যকর্মীরা। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপো’র একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণ।
এর আগে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ-ঝুঁকিতে বাংলাদেশসহ ২৬ দেশের নাগরিকের লাংকাবি ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে মালয়েশিয়া।
এখন পর্যন্ত ওমিক্রনে সংক্রমিত দেশের তালিকায় না থাকলেও আন্তর্জাতিক গ্রাফিক্সে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যার ফলে ইউরোপ ও আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে।