করোনা নিয়ন্ত্রণে ৬ জেলায় এমসিও ঘোষণা করল মালয়েশিয়া

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব। ছবিঃ সংগৃহিত
বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে মালয়েশিয়ার ৬ জেলায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা এমসিও ঘোষণা করেছে সরকার। আগামী ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত এটি চলবে।
বুধবার(৫ মে ) নিয়মিত সংবাদ সম্মেলনে জনগণকে নিয়ন্ত্রিত জীবনযাপনে বাধ্য করতে এ ঘোষণা দেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।
সম্প্রতি করোনা সংক্রমন বৃদ্ধি ও ভারতীয় ভেরিয়েন্টের রোগী শানাক্তের পর নতুন করে কঠোর পদক্ষেপ নেয় সরকার। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘করোনা মহামারি নিয়ন্ত্রণে এমসিও'র বিকল্প নেই।’
সবচেয়ে বেশি সংক্রমিত চিহ্নিত করে সেলাঙ্গড় রাজ্যের ছয়টি জেলা- হুলু লাঙ্গাত, পেতালিং, গোম্বাক, ক্লাং,কুয়ালা লাঙ্গাত ও সেপাং এ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো তিন জেলায় শর্তস্বাপেক্ষে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।